এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ট্রাম্প দিয়েছেন প্রস্তাব, পুতিন দিয়েছেন সায়; জেলেনস্কি বললেন, তিনিও শান্তি
গত ডিসেম্বরে মোবাইলে ১ লাখ ৬৪ হাজার ৭৪০ কোটি টাকা
গত বছরের ১৮ নভেম্বর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক পদ থেকে অবসরে যান অধ্যাপক রায়হানা আউয়াল।
এর আগে উত্তীর্ণদের মেধা তালিকার ভিত্তিতে সরকারি কলেজে ভর্তির সময়সীমা ছিল ২-৮ ফেব্রুয়ারি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এ সময়ে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিশ্বনাথ থানায় করা এ মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
খালেদা জিয়া মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন জানিয়ে জাহিদ হোসেন বাসসকে বলেন, “ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।”
বুধবার ঢাকার উত্তরা, আগারগাঁও ও কচুক্ষেতের তিনটি বন্দিশালা পরিদর্শন করেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর না হওয়ায় এ অঞ্চলের অধিবাসীদের নানা সীমাবদ্ধতার মধ্যে বাস করতে হচ্ছে বলে মনে করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা বলেছিলাম-আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত।”
সকাল সাড়ে ৮ টায় আদালতে আসেন বিচারক নূরে আলম। পরে সকাল সাড়ে ১০ টার দিকে একজন আইনজীবী গিয়ে তাকে বলেন, “আদালত যেন আজ না বসে।”
সালেহা মনির বলেন, “অন্ধকারের মধ্যে পড়ে আছি। প্রত্যাশার বা আশার কিছু নেই। পিবিআই তদন্তভার নিয়েছে। দেখি তারা কতদূর কি করেন।”
মূল নথি না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি। নথি প্রাপ্তি সাক্ষেপে রিমান্ডের বিষয়ে শুনানি হবে জানিয়ে আদেশ দেন আদালত।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে অস্থিরতা সৃষ্টিকারী, অপতৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।”
মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।
অমর একুশে বইমেলায় একটি স্টলে বাগবিতণ্ড-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ
সোমবার ঢাকার সোবহানবাগ থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে বলে এক বার্তায় জানানো হয়েছে।
এছাড়াও এ অভিযানসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে কোনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জুলাই আন্দোলনে গুরুতর আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে নিহত ২১ জনের পরিবার ও আহত সাতজনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দেন।
শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাক টিকেটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে।