Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নেইমার ফিরলেন ৩৬৯ দিন পর

neymer2
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

নেইমারের ক্যারিয়ারে শেষ হয়ে গেল না তো? চোট প্রবণ ব্রাজিলের এই তারকা গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর জেগেছিল শঙ্কাটা।

 এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন নেইমার। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে আল হিলাল কোচ জানিয়েছিলেন সুখবর। অবশেষে সোমবার  ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের মাঠে আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নামলেন তিনি। আল হিলাল তার ফেরার ম্যাচটা স্মরণীয় করেছে ৫-৪ গোলে জিতে।

৯ গোলের উপভোগ্য ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন সুফিয়ান রাহিমি।  নিজে গোল না পেলেও মাঠে ফিরতে পেরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। মাঠেই বলছিলেন, ‘‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে এসেছি, ফিরে এসেছি।’’

৭৭ মিনিটে নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তার ভক্তরা অপেক্ষা করছিলেন এই মুহুর্তটারই। শেষ কয়েক মিনিট খেলে গোল না পেলেও নিজের জাত চেনান নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে শট নিলেও গোলকিপার খালিদ এইসার হাতে লেগে নষ্ট হয় সুযোগটা। যোগ করা সময়ে নষ্ট করেন আরেকটা সুযোগ।

 গোল না পেলেও নেইমারের ফেরায় খুশি তার ভক্তরা। তার পুরোনো ক্লাব সান্তোস অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘’১২ মাসের বেশি সময় পর ফিরেছে নেইমার। সারা বিশ্বের মিলিয়ন ভক্ত খুশি এজন্য।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত