Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

না খেলেও নেইমারের ট্রফি উদযাপন

নেইমার-৭
[publishpress_authors_box]

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন নেইমার। আল হিলালের জার্সিতে তিনিও মাঠে নেমেছেন। তবে বেশিদিন রিয়াদের ক্লাবটির হয়ে খেলার সুযোগ হয়নি। চোটের কারণে ছিটকে গেছেন মাঠের বাইরে। তাই বলে দলের সাফল্যে সঙ্গী হবেন না, তা কি হয়! আল হিলারের শিরোপা উদযাপনে নেইমারকে দেখা গেল মাঠে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সৌদি সুপার কাপে আল ইত্তিহাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আল হিলাল। ম্যাচটিতে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা। তবে আল হিলালের হয়ে খেলা হয়নি নেইমারের। তিনি দলের খেলা দেখেছেন গ্যালারি থেকে। এরপর আল হিলাল শিরোপা জিতলে মাঠে গিয়ে ট্রফি উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে।

গত গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে আল হিলালে নাম লেখান নেইমার। সৌদিতে যাওয়ার পর রিয়াদের ক্লাবটির হয়ে মাত্র ৫ ম্যাচ খেলতে পোরছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর হাঁটুর ইনজুরিতে গোটা মৌসুমই শেষ হয়ে গেছে তার। মাঠের বাইরে থাকলেও সৌদি ক্লাবটির হয়ে শিরোপার স্বাদ পেলেন তিনি। সেটা উদযাপনও করলেন মাঠে।

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপে আল ইত্তিহাদকে দাঁড়াতেই দেয়নি আল হিলাল। ৪-১ গোলে বিধ্বস্ত করার পথে জোড়া গোল করেছেন মালকম। বাকি দুটি গোল করেছেন সায়েম আল দাওসারি ও নাসের আল দাওসারি। আল ইত্তিহাদের করা একটি গোল এসেছে আবদেররাজ্জাক হামাদাল্লাহর কাছ থেকে।

এ নিয়ে টানা জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিল আল হিলাল। রিয়াদের ক্লাবটি টানা ৩৪ ম্যাচ জিতেছে। একইসঙ্গে সৌদি সুপার কাপ জেতার মাধ্যমে মৌসুমে চার ট্রফি জয়ের সম্ভাবনা উজ্জ্বল হলো আল হিলালের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত