২০৩৪ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে যাচ্ছে সৌদি আরবে। ফুটবল মহাযজ্ঞ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। এরই মধ্যে স্টেডিয়ামের নকশা ও অবকাঠামো প্রকাশ করে জানান দিয়েছে আয়োজনের বিশালতা। সৌদির বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রত্যাশা, উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ হতে যাচ্ছে সৌদি আরবে।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২০৩৪ সালের বিশ্বকাপ যে মধ্যপ্রাচ্যের দেশেই হচ্ছে, সেটা নিশ্চিত। কারণ সৌদি ছাড়া আর কোনও দেশ বিশ্বকাপের বিডিংয়ে নেই। এরই মধ্যে তারা বিশ্বকাপ আয়োজন নিয়ে কাজও শুরু করে দিয়েছে। এর মাঝেই নেইমারের সমর্থন পেল দেশটি।
নেইমার এখন সৌদি আরবেই খেলছেন। ২০২৩ সালে প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিয়েছেন। তার আগে ক্রিস্তিয়ানো রোনালদোকেও সৌদি ফুটবলে টেনে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। কারণ স্পষ্ট, বড় নাম যোগ করে ঘরোয়া ফুটবলকে শক্তিশালী করার পাশাপাশি ২০৩৪ সালের বিশ্বকাপের ব্যাপ্তি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া।
সৌদি বিশ্বকাপ নিয়ে রোনালদো আগেই কথা বলেছেন। এবার নেইমার তার অবস্থান পরিষ্কার করলেন। এক ভিডিও বার্তায় ব্রাজিলিয়ান তারকা বলেছেন, “সৌদি আরবে বিশ্বকাপ দেখে ভালো লাগছে। আমার মনে হয়, সবার জন্য ভীষণ রোমাঞ্চকর এক বিশ্বকাপ হতে যাচ্ছে এখান (সৌদি আরবে)।”
ফুটবল বিশ্বকাপের ব্যাপকতা অনেক। এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সৌদি আরব তাদের অর্থনৈতিক শক্তি ও পর্যটন খাতকে বিশ্বের সামনে প্রদর্শন করতে চায়। বিশ্বের অন্য দেশের মানুষকে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য তাদের।
নেইমারের কথাতেও সেটির প্রকাশ, “সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি ও এই দেশ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে। তাই এখানে সবার সঙ্গে থাকা একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে…। তারা (সৌদি) এই সুযোগের (বিশ্বকাপ আয়োজনের) দাবিদার।”
২০২৬ সালে বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দলের। এই বিশ্বকাপের তিন আয়োজক- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০৩০ সালের ফুটবল মহাযজ্ঞেরও একাধিক আয়োজক। সেই জায়গায় সৌদি আরবই প্রথম দেশ হিসেবে এককভাবে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।