Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নেইমারকে ছাড়া খেলা শিখতে বললেন ব্রাজিল কোচ

নেইমার-৫১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

নেইমার নেই। ব্রাজিলের খেলাও প্রাণহীন। তার মতো ম্যাচ উইনারের না থাকা নিশ্চিতভাবেই মিস করছে সেলেসাওরা। তবে দলটির কোচ দোরিভাল জুনিয়র মনে করেন, নেইমারকে ছাড়া খেলা শিখতে হবে ব্রাজিলকে।

গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-০ গোলের হারের হতাশার সঙ্গে নেইমারকে হারানোর ধাক্কা লেগেছিল সেলেসাও ক্যাম্পে। সেদিনের ইনজুরিতে ছিটকে যাওয়া আল হিলাল ফরোয়ার্ড এখনও ফিরতে পারেননি মাঠে। মাঝে পেরিয়ে গেছে ৯ মাস। কোচ বদল হয়েছে ব্রাজিলে, দায়িত্ব নিয়েছেন দোরিভার। কিন্তু নেইমারকে ছাড়া ভাগ্য বদলায়নি তাদের।

অনেক আশা নিয়ে কোপা আমেরিকায় নামলেও গ্রুপ পর্বেই কঠিন পথ পেরোতে হয়েছে ব্রাজিলকে। সবশেষ কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রতে গ্রুপসেরা হতে পারেনি। ফলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে উরুগুয়ের সঙ্গে। যাদের বিপক্ষে সবশেষ লড়াইয়ের স্মৃতি আশঙ্কার মেঘ জমাচ্ছে সেলেসাও সমর্থকদের মনে।

এবার নেইমার নেই। আশার মশাল হাতে নেওয়া ভিনিসিয়ুস জুনিয়রকেও কোয়ার্টার ফাইনালে পাচ্ছে না কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায়। বলার অপেক্ষা রাখে না দুর্দান্ত গতিতে ছুটে চলা উরুগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে দোলিভালের দলের।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে ব্রাজিলকে নিষ্প্রভ মনে হয়েছে এবারের কোপা আমেরিকায়। কলম্বিয়ার সঙ্গে ড্র করায় প্রশ্নটা আরও জমাট বেঁধেছে- নেইমার নেই বলেই কি ব্রাজিলের এই অবস্থা? দোরিভাল অবশ্য বিষয়টি দেখছে অন্যভাবে।

ব্রাজিল কোচ বলেছেন, “নেইমারকে ছাড়া খেলা শিখতে হবে ব্রাজিলকে। আমাদের বুঝতে হবে সে ইনজুরিতে আছে। একই সঙ্গে মনে রাখতে হবে আমাদের এই দলে দুই থেকে তিনজন সেরা খেলোয়াড় রয়েছে। নেইমার অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমাদের বুঝতে হবে এই মুহূর্তে সে আমাদের সঙ্গে নেই।”

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের স্বপ্নসারথী এখন ভিনিসিয়ুস। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাকেও পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল এখন কী ভাবছে? দোরিভাল জানালেন, “আমরা ম্যাচটি (কলম্বিয়ার বিপক্ষে) জিততে চেয়েছিলাম। কিন্তু ম্যাচের শুরুতেই ঘটনাটি ঘটল, ভিনির হলুদ কার্ড। যাই হোক, আমি আগেই বলেছি, ব্রাজিলকে মূল খেলোয়াড়দের ছাড়া খেলা শিখতে হবে। এখন সময় অন্যদের। ভিনি নেই, নেইমার নেই, অন্যদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত