Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

২০২৪ সালে মাঠে ফেরা হচ্ছে না নেইমারের

neymar-3
[publishpress_authors_box]

নেইমারকে নিয়ে সুসংবাদ নেই। বরং আল হিলাল থেকে খারাপ খবরই এলো। সৌদি আরবের ক্লাবটির কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে মাঠে ফিরতে পারেন নেইমার। অর্থাৎ, ২০২৪ সালে আল হিলালের জার্সিতে আর দেখা যাচ্ছে না তাকে।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় হাঁটুর চোটে পড়েন নেইমার। ইনজুরি গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করাতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। সেই থেকে মাঠে বাইরে আল হিলাল তারকা। গত জুলাইয়ে অনুশীলনে ফেরায় ধারণা করা হয়েছিল, শিগগিরই হয়তো মাঠে ফিরবেন নেইমার।

তবে আল হিলাল কোচ জেসুস জানালেন, আরও সময় লাগবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আল হিলাল ও এই লিগের (সৌদি প্রো লিগ) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার। আমি নির্দিষ্ট করে ঠিক বলতে পারব না সে (নেইমার) কবে ফিরতে পারবে। তবে আমরা জানুয়ারিতে পরিস্থিতি দেখব।”

চোট সমস্যার কারণেই নেইমারের ফিরতে দেরি কিনা, সেটা অবশ্য নিশ্চিত করেননি আল হিলাল কোচ। কিছুদিন আগে ব্রাজিলিয়ান এক সংবাদ মাধ্যমের খবর ছিল, চোট কাটিয়ে উঠেছেন নেইমার। ওই খবরটি সত্যি হলে ব্রাজিলিয়ান তারকার মাঠে ফিরতে দেরি হওয়ার কারণ সৌদি প্রো লিগের খেলোয়াড় নিবন্ধনের নিয়ম।

এই মুহূর্তে নেইমার আল হিলালের নিবন্ধিত খেলোয়াড় নন। গত বছরের অক্টোবরে তিনি চোটে পড়ার পর আল হিলাল তার নিবন্ধন বাতিল করে অন্য খেলোয়াড়কে দলে অন্তর্ভূক্ত করে। সৌদি ফুটবলের নিয়ম অনুযায়ী, ২১ বছরের ঊর্ধ্বে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে দলগুলো। আল হিলালের এই কোটা এখন পূর্ণ। বর্তমানে নিবন্ধিত খেলোয়াড়দের দিয়েই জানুয়ারি পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রিয়াদের ক্লাবটির।

জানুয়ারিতে নতুন করে করে খেলোয়াড় নিবন্ধনের সময় নেইমারকে আবার দলে টানা পরিকল্পনা আল হিলালের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত