ক্যারিয়ার জুড়ে চোটের সঙ্গে তার সখ্যতা। তবে এতটা লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়নি নেইমারকে। দিনের পর দিন খেলার বাইরে থাকায় হাঁফিয়ে উঠেছিলেন তিনি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড!
সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো নেইমারকে। কিন্তু চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠের বাইরে ছিটকে যাওয়ায় ফুটবল থেকে বারবার দূরে থাকতে হচ্ছে তাকে। বিশেষ করে, প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর অবস্থা তার আরও করুণ।
২০২৩ সালে সৌদি লিগে নাম লেখানোর পর থেকেই বলতে গেলে মাঠের বাইরে নেইমার। গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় হাঁটুতে আঘাত পান। এজন্য অস্ত্রোপচারের প্রয়োজনে পড়ে। সেই থেকে ফুটবল থেকে দূরে ব্রাজিলিয়ান তারকা।
এত লম্বা সময় মাঠের বাইরে থাকায় মন বিষিয়ে উঠেছিল নেইমারের। সেই অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাগাভাগি করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড, “এবারের ইনজুরিতে পড়ার পরের দিনগুলো খুব কঠিন ছিল। এমনও দিন এসেছিল, যখন (ফুটবল ফেরার) হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। খুবই খারাপ ও কঠিন সময় ছিল।”
যদিও মানসিক দৃঢ়তায় কঠিন সময় পেরিয়ে এসেছেন নেইমার। নিজেই বলেছেন, “তবে এই যোদ্ধা তার চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত থামবে না। ঈশ্বর আমার শক্তি। আমরা প্রত্যেক দিন আমাদের লড়াই চালিয়ে যাব।”
২০২৩ সালে পিএসজি থেকে দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দলটির জার্সি গায়ে সৌদি প্রো লিগে খেলেছেন মাত্র ৫ ম্যাচে।
ব্রাজিলিয়ান তারকা কোপা আমেরিকা দেখেছেন মাঠের বাইরে থেকে। দেখছেন আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জিততে।
আল হিলাল কোচ হোর্হে জেসুস আশা করছেন, সেপ্টেম্বরে ফুটবলে ফিরতে পারবেন নেইমার।