নেইমার ক্রমেই মাঠের বাইরের চরিত্র হয়ে উঠছেন। কয়েকদিন আগে সৌদি আরবে গ্যালারিতে বসে উদযাপন করেছেন নিজের দল আল হিলালের কিংস কাপ শিরোপা। এর আগে বাদ পড়েছেন ব্রাজিলের কোপা আমেরিকা কাপের দল থেকে।
ক্রসেইট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই ব্রাজিলিয়ান মাঠের বাইরে অনেক দিন ধরে। কবে মাঠে ফিরবেন সেটাও অজানা। ফিরলে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরে যেতে পারেন নেইমার, এ খবরও শোনা গিয়েছিল।
কিন্তু মঙ্গলবার এই ফরোয়ার্ড বলেছেন অন্য কথা। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত তিনি থাকতে চান আল হিলালে, “যেটা বলা হচ্ছে সেরকম কোনও পরিকল্পনাই হয়নি। আমার এখনও চুক্তির এক বছর বাকি আল হিলালে। সামনে লম্বা সময় আছে। তবে সান্তোস আমার প্রিয় দল, একদিন সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা আছে আমার। এখনও সেরকম চিন্তা করিনি আমি।” অর্থাৎ নতুন মৌসুমে এই ফরোয়ার্ডের সান্তোসে ফেরার কোনও চিন্তা নেই।
সাও পাওলোতে দেওয়া এই সাক্ষাৎকারে নেইমার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন। তিনি সেরা ফুটবলারের দৌড়ে ভিনিসিয়ুসকে ছাড়া কাউকে দেখছেন না, “এই ব্যালন ডি’অর হবে তার, এটা আমি আশা করি। ফাইনালের আগে-পরে তাকে খুদে বার্তা দিয়েছিলাম। এটা নিশ্চিত যে সে (ভিনিসিয়ুস) এবার ব্যালন ডি’অর জিতবে। সে অসাধারণ, গৌরবের সঙ্গে সে আমাদের দেশের সুনাম ছড়াচ্ছে বিশ্বে।”