Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

মামলায় জর্জরিত আলভেসকে ১ কোটি ৮০ লাখ টাকা দিলেন নেইমার

nq
[publishpress_authors_box]

২৩ বছরের এক তরুণী আলভেসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যৌন নিগ্রহের। অভিযোগ ছিল বার্সেলোনার এক নৈশ ক্লাবে ২০২১ সালের ডিসেম্বরে আলভেস তাকে নিগ্রহ করেন। এজন্য আলভেস বার্সেলোনায় পার করছেন অপরাধী জীবন। শহর ছাড়ার অনুমতি নেই তার।

যৌন নিপীড়নের মামলা তো আছেই, এর সঙ্গে আছে স্ত্রীর বিচ্ছেদের মামলা। স্ত্রী দিনোরাহ সান্তানার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলার জন্য আলভেসের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না তাই।

এমন দুঃসময়ে মামলায় জর্জরিত আলভেসের পাশে দাঁড়ালেন নেইমার। সাবেক সতীর্থ ও বন্ধুর জন্য পাঠিয়েছেন ১ লাখ ৫০ হাজার ইউরো (বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা)।

আলভেসের এখন মামলার খরচ চালানোর মত অবস্থা নেই। আদালতের নির্দেশ মতো অভিযোগকারী তরুণীকে ক্ষতিপূরণ দিতে হবে ১ কোটি ৫০ লাখ ইউরো। ক্ষতিপূরণ দিতে না পারলে কড়া সাজা হবে তার।

এমন দুঃসময়ে নেইমারের সাহায্য চেয়েছিলেন আলভেস। ব্রাজিলিয়ান ‘ইউওএল’ জানিয়েছে, নেইমারের বাবা ক্ষতিপূরণের টাকাটা পাঠিয়েছেন আলভেসকে। এই সাহায্য তার জন্য নিশ্চিতভাবে স্বস্তির সুবাতাস।

আগামী ৫ থেকে ৭ফেব্রুয়ারি যৌন নিগ্রহের মামলার শুনানি রয়েছে। দোষী প্রমাণিত হলে আলভেসের চার থেকে ১৫ বছরের জেল হতে পারে। আদালতের নির্দেশ মতো জরিমানা দিলে শাস্তি কমবে কিছুটা।

এর আগেও আইনি লড়াই চালানোর জন্য নিজের বাবার সংস্থার এক আইনজীবীকে আলভেসের জন্য নিযুক্ত করেছিলেন নেইমার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত