Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন পুরান

ggg1
[publishpress_authors_box]

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঝড়ই তুলেছিলেন নিকোলাস পুরান। স্যান্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে খেললেন ৪৩ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস। নতুন রেকর্ডেও গড়েছেন তাতে।

ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক পুরান ইনিংসটি খেলেছেন ৭ বাউন্ডারি ও ৯ ছক্কায়। এ বছর সবমিলিয়ে টি-টোয়েন্টিতে পুরানের ছক্কা এখন ১৩৯টি, যা এক বছরে এই ফরম্যাটে কোনও ব্যাটারের সর্বোচ্চ।

২০১৫ সালে ক্রিস গেইলের ১৩৫ ছক্কা ছিল এতদিনের সেরা। তবে গেইল সে বছর খেলেছিলেন কেবল ৩৬ ম্যাচ।

আর পুরান ২০২৪ সালে এ পর্যন্ত খেলেছেন ৫৮ ম্যাচ। বছরের বাকি এখনও ৪ মাস। তাতে ছক্কার রেকর্ডটা আরও সমৃদ্ধই হওয়ার কথা পুরানের।

টি-টোয়েন্টিতে বছরে সর্বোচ্চ ছক্কা

খেলোয়াড়              ছক্কা    সাল

নিকোলাস পুরান     ১৩৯  ২০২৪

ক্রিস গেইল            ১৩৫  ২০১৫

ক্রিস গেইল            ১২১   ২০১২

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত