Beta
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বোল্টের ২২ বছর আগের রেকর্ড ভাঙলেন ব্রামওয়েল

৩২৪
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

তাহলে নতুন উসাইন বোল্ট পেয়ে গেল জ্যামাইকা? অলিম্পিকে ৮ বারের স্বর্ণজয়ী বোল্টের অবসরের পর জ্যামাইকা থেকে অ্যাথলেট উঠে আসছিল না সেভাবে।

১৬ বছরের নিকয় ব্রামওয়েল হতে পারেন তার যোগ্য উত্তরসুরি। কাল (বৃহস্পতিবার) বোল্টেরই ২২ বছর আগের একটা রেকর্ড ভেঙেছেন ব্রামওয়েল।

 ছেলেদের অনূর্ধ্ব-১৭ ৪০০ মিটারে ২০০২ সালে ৪৭.৩৩ সেকেন্ডের রেকর্ড গড়েছিলেন বোল্ট। ব্রামওয়েল সেটাই ভাঙলেন ৪৭.২৬ সেকেন্ডে।

গ্রানাদায় ৫১তম কারিফতা গেমসে কীর্তিটা গড়েন ব্রামওয়েল। ইনজুরির জন্য অবশ্য শঙ্কা ছিল তার এই গেমসে অংশ নেওয়া নিয়ে। সব শঙ্কা কাটিয়ে খেলেছেন তিনি, এরপর রেকর্ড গড়ায় ভাসছেন উচ্ছ্বাসে।

বোল্টের ২২ বছরের রেকর্ড ভাঙার পর ব্রামওয়েল বললেন, ‘‘গত গ্রীষ্ম থেকেই এই রেকর্ডে চোখ ছিল আমার। শেষ পর্যন্ত এটা করতে পারায় খুব ভালো লাগছে।’’

এই গেমসে দ্বিতীয় হওয়া খেলোয়াড়ের চেয়ে ব্রামওয়েল এগিয়ে ছিলেন ০.৭ সেকেন্ডের ব্যবধানে। ট্র্যাকে প্রতিদ্বন্দ্বীদের এভাবেই পেছনে ফেলতেন উসাইন বোল্ট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত