অ্যাথলেতিক বিলবাও ছাড়ছেন নিকো উইলিয়ামস। এবারের ইউরো মাতানো ২২ বছরের এই ফরোয়ার্ডকে পেতে শুরু হয়েছে কাড়াকাড়িও। বার্সেলোনার প্রথম লক্ষ্যই তাকে দলে আনা। এজন্য বাইআউট ক্লজের পুরোটা দিতে প্রস্তুত তারা।
ইউরোয় যেভাবে লামিনে ইয়ামালের সঙ্গে উইলিয়ামসের জুটিটা জমেছিল তাতে বার্সাতেও দুজনকে একসঙ্গে দেখতে মুখিয়ে অনেকে। তবে বার্সার স্বপ্ন ভাঙতে তৈরি পিএসজি। ‘স্পোর্ত’ ও ‘রেডিও কাতালুনিয়া’ জানিয়েছে উইলিয়ামসের এজেন্টের সঙ্গে এরই মধ্যে দেখা করেছে পিএসজির প্রতিনিধিরা।
আলোচনাও হয়েছে তাদের। সেই আলোচনায় পিএসজি প্রস্তাব দিয়েছে বার্সার দ্বিগুণ বেতন দেওয়ার। এত বেশি বেতনের প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা সহজ হবে না তার জন্য। আবার অর্থনৈতিক কারণে বার্সার পক্ষেও সম্ভব নয় পিএসজির সমান বেতন দেওয়া। শেষ পর্যন্ত উইলিয়ামস পিএসজির প্রস্তাবটা গ্রহণ করেন কিনা সেটাই দেখার।
গত মৌসুমে বিলবাওয়ের হয়ে ৮ গোল আর ১৯টা অ্যাসিস্ট করেছিলেন উইলিয়ামস। এবারের ইউরোতেও শুরু থেকে আলো ছড়িয়েছিলেন তিনি।