Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিপক্ষ ভারত আসছে এই মাসেই

প্রথমবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিগারদের

hhhhhhhhhhh
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার মেয়েরা এখনও রয়েছেন বাংলাদেশে। আগামীকাল (বৃহস্পতিবার) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে তারা খেলবে নিগার সুলতানাদের বিপক্ষে। সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ হওয়ায় সেরা দল নিয়েই এসেছে অস্ট্রেলিয়া।

সেই সিরিজ শেষ না হতে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় নারী দলের সিরিজের সূচি নিশ্চিত হয়েছে আজ (বুধবার)। চলতি মাসেই বাংলাদেশে আসছে ভারত নারী দল। সিলেটে দুই দল খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

প্রথমবার পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় কোনও  সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এতদিন তিন ম্যাচের বেশি সিরিজ খেলেনি তারা। তবে ওয়ানডে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে দুবার। দুই সিরিজেই প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় নারী দল বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল। সিরিজের প্রথম ম্যাচ ২৮ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে বাকি চার ম্যাচ। প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির, শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি মাঠে গড়াবে বেলা দুইটায়। ২০১৪ ও ২০২৩ সালের পর তৃতীয়বার ভারতীয় নারী দল আসছে বাংলাদেশে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত