Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বৃষ্টিতে ভেসে গেল রাবেয়া-নিগারদের ম্যাচ

88888888888888
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ‘এ’ দলের মোড়কে শ্রীলঙ্কা সফরে গেছেন জাতীয় দলের অনেকে। অধিনায়ক নিগার সুলতানা, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার, স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন দলে। নেতৃত্বে আছেন অবশ্য রাবেয়া খাতুন। এই সফরে দুটি ওয়ানডে আর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই প্রস্তুতিতে বাগড়া দিল বৃষ্টি।

লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের দুই ম্যাচ ওয়ানডের প্রথমটি হওয়ার কথা ছিল আজ (রবিবার) পানাগোডার আর্মি গ্রাউন্ডসে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।

সকাল থেকে হওয়া বৃষ্টির পরে মাঠ ভেজা থাকায় টসও হয়নি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১০ সেপ্টেম্বর হবে কলম্বোর থুরস্তানে।

এরপর হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ সেপ্টেম্বর মাঠে গড়াবে এই সিরিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি হবে কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর। সিংহলিজ স্পোর্টস ক্লাবে তৃতীয় ম্যাচ ১৫ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর থুরস্তান ও ১৯ সেপ্টেম্বর কলম্বো কোল্টসে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত