তিনবারের আফ্রিকান নেশসন কাপ জয়ী দল নাইজেরিয়া। নকআউটে তাদের সঙ্গে ক্যামেরুনের খেলা ছিল এবারের টুর্নামেন্টের অন্যতম ‘হাইভোল্টেজ ম্যাচ’। সেই ম্যাচে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নাইজেরিয়া। দুটো গোলই করেছেন আদিমোলা লুকমান।
ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা এই ম্যাচেও ছিলেন বেঞ্চে। তার জ্ঞাতি ভাই ও ফ্রান্সের তৃতীয় স্তরের ক্লাবের ফাব্রিস ওন্দোয়ার খেলেন এদিন। কিন্তু দুটো গোলই হয়েছে তার ভুলে।
ভিক্টর ওশিমেনের পাসে লুকমানের দুর্বল শট ওন্দোয়ার হাতের নিচ থেকে পোস্টে জড়ায়। ৯০ মিনিটে লুকমানের শট ওন্দোয়ার হাতে লেগেই জড়ায় জালে। তবে কোচ রিগোবার্ট সং এককভাবে দায়ী করেননি তাকে, ‘‘আমাদের তরুণ ফুটবলাররা এই পর্যায়ে শিখছে। ওরা শিখবে আর আশা করছি ভবিষ্যতে সেটা কাজে লাগাবে।’’
অপর ম্যাচে নামিবিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে অ্যাঙ্গোলা।