Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নাইজেরিয়ান ফুটবলারের সাতক্ষীরায় এ কেমন মৃত্যু

Magalan Ugochukwu during a game in BPL in 2019
Magalan Ugochukwu during a game in BPL in 2019
[publishpress_authors_box]

মাগালান আওয়ালা উগোচুকু! যারা নিয়মিত ঘরোয়া ফুটবলের অল্পস্বল্প খোঁজখবর রাখেন নামটা তাদের কাছে পরিচিত লাগার কথা। মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন। ৩৪ বছর বয়সী নাইজেরিয়ান এই ফরোয়ার্ড সাতক্ষীরায় একটা ফুটবল টুর্নামেন্টে খেপ খেলতে গিয়ে বুধবার মারা গেছেন।

সাতক্ষীরায় স্থানীয় ৮ দলের একটা টুর্নামেন্টে অংশ নেন মাগালান। খেলেন ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের হয়ে। সেখানেই খেলার সময় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে মাঠে পড়ে যান।

এরপর তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরার একটি প্রাইভেট হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই হাসপাতাল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানেই মৃত্যু হয় মাগালানের।

বাউখোলা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কাবিজুর রহমান বলেন, “মাগালানকে আমি খ্যাপ টুর্নামেন্টের জন্য ঢাকা থেকে আনি। সে আমাদের সঙ্গে প্রথমার্ধ দুর্দান্ত খেলে। কিন্তু পরের অর্ধে খেলার সময় মাঠের পাশে শুয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর নিজেই মাঠ ছেড়ে চলে যায়। ওই দিন প্রচন্ড গরম পড়েছিল। হয়তো গরমে অসুস্থ হয়ে পড়তে পারে। “

তিনি যোগ করেন, “ওই গরমে আমারও খেলতে সমস্যা হচ্ছিল। মাগালানও অসুস্থ হয়ে পড়ায় আমরা তাকে সাতক্ষীরার হাসপাতালে নিই। সেখানে যাওয়ার পর সিটি স্ক্যান ও ইসিজি করানো হয়। ডাক্তাররা ওর মাথায় রক্তক্ষরণের কথা বলে। ওখান থেকে পরে খুলনায় নিয়ে যাই। কিন্তু খুলনায় যাওয়ার পর সে মারা গেছে।”

মাগালানের অসুস্থতার খবর দেওয়া হয় আরও দুই জন নাইজেরিয়ান ফুটবলারকে। এই দুজন মাগালানের লাশ নিয়ে ঢাকায় আসে। বর্তমানে পান্থপথের একটি হাসপাতালে হিমঘরে ফ্রিজিং করে রাখা হয়েছে মাগালানের লাশ।

ভক্তের সঙ্গে মারা যাওয়ার আগে এভাবেই দেখা গেছে মাগালানের।

আফ্রিকা মহাদেশ থেকে আসা এসব ফুটবলাররা টাকার জন্য বাংলাদেশে খেলতে এসে এক সময় নানা অপকর্মে জড়িয়ে পড়ে।  চোটসহ নানা কারণে পারফরম্যান্সের অবনতি হলে ক্লাবগুলো মুখ ফিরিয়ে নেয়। তবুও বাংলাদেশ ছেড়ে যায় না এরা। অবশেষে অনেকের হয় এমন করুণ পরিণতি। ২০২০ সালে ঘানার ফুটবলার থুয়াম ফ্রাঙ্ক মারা যান চট্টগ্রামের কারাগারে। ইয়াবার ব্যবসা করতেন বলে শুনেছি। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। অথচ ফ্রাঙ্ক কোটি টাকার সুপার কাপ জেতানো আবাহনীর ওই চ্যাম্পিয়ন দলে খেলেছিলেন।

সম্প্রতি পরমব্রত ও ঋতাভরী অভিনীত কলকাতার সিনেমা তিকিতাকায় দেখা গেছে আফ্রিকান এক ফুটবলের এমন করুণ অবস্থা। ওই সিনেমায় দেখা যায় ভারতে খেলতে এসে মাদকচক্রে জড়িয়ে পড়েন এক আফ্রিকান ফুটবলার। বাংলাদেশেও এমন ফুটবলার প্রচুর রয়েছে যারা খেলতে এসে অপরাধে জড়ান অথবা বেঘোরে প্রাণ হারান মাগালানের মতো।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত