Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ট্রাম্পের জয়রথ থামিয়ে হ্যালির ইতিহাস

প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতায় ওয়াশিংটন ডিসিতে রবিবার ডোনাল্ড ট্রাম্পকে হারানোর পর নিকি হ্যালি।
প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতায় ওয়াশিংটন ডিসিতে রবিবার ডোনাল্ড ট্রাম্পকে হারানোর পর নিকি হ্যালি।
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। তার এই জয়কে ঐতিহাসিক বলা হচ্ছে কারণ দেশটির ইতিহাসে এই প্রথম কোনও রিপাবলিকান নারী নেতা প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের লড়াইয়ে বিজয়ী হলেন।

যুক্তরাষ্ট্রে এ বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার লড়াইয়ে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই নিকি হ্যালির প্রথম জয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের অভ্যন্তরীণ নির্বাচনে ওয়াশিংটন ডিসিতে হ্যালি পেয়েছেন ৬২.৯ শতাংশ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট।  

নির্বাচনে ২ হাজার ৩৫ জন রিপাবলিকান অংশ নেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় কর্মকর্তারা।  

হ্যালির প্রচার দলের মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস বলেন, “ওয়াশিংটন ডিসির রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প ও তার বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করবেন, এতে বিস্ময়ের কিছু ছিল না।”  

রয়টার্স জানিয়েছে, হ্যালি যেখান থেকে প্রথম জয় পেলেন, সেই ওয়াশিংটন ডিসিকে শতভাগ নগর বললে অত্যুক্তি হবে না। এখানে কলেজ ডিগ্রিধারী বাসিন্দার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ট্রাম্পের জনপ্রিয়তা মূলত মফস্বলীয় এলাকায়, যেখানে শিক্ষার হার তুলনামূলকভাবে কম।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি পরিপূর্ণভাবে ডেমোক্র্যাটিক পার্টির শহর। এটির খুব কম বাসিন্দাই রিপাবলিকানদের সমর্থন করে।

নিজের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় দলের প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে ট্রাম্পের থেকে পিছিয়ে পড়েছিলেন হ্যালি। শুধু তাই নয়, এর আগে মিশিগান, মিসৌরি ও ইডাহো অঙ্গরাজ্যেও ট্রাম্পের সামনে দাঁড়াতে পারেননি তিনি।

তবে ওয়াশিংটন ডিসিতে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ৫২ বছর বয়সী হ্যালি ইতিহাস গড়লেন।

এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ডোনাল্ড ট্রাম্পকে দাঁড়াতে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

অবশ্য রাজধানী শহরে জয় পেলেও ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছেন হ্যালি।

রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে হলে দলটির ১ হাজার ২১৫ প্রতিনিধির সম্মতির প্রয়োজন পড়ে। ট্রাম্প এখন পর্যন্ত ২৪৪ প্রতিনিধির সমর্থন আদায় করতে পেরেছেন। অন্যদিকে হ্যালির ঝুলিতে আছে মাত্র ৪৩ জন প্রতিনিধি। 

এখন পর্যন্ত দলের প্রার্থিতা বাছাইয়ে এগিয়ে থাকা ট্রাম্প আগামীতেও জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। অন্তত মতামত জরিপ এমনটাই বলছে। আর তেমনটা হলে এ বছরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত