Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

গৌরীপুরে স্থগিত কেন্দ্রের ভোটে নৌকার পপি জয়ী

নিলুফার আনজুম পপি। ছবি : সংগৃহীত
নিলুফার আনজুম পপি। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এর স্থগিত আসনে জয়ী হয়েছেন নিলুফার আনজুম পপি।

শনিবার সন্ধ্যায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

এদিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ চলাকালে এই কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালটবাক্স ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

শনিবারের ফলে নৌকা প্রতীকে নিলুফার ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

স্থগিত কেন্দ্রে মোট ৩,০৩২ ভোটের মধ্যে কাস্টিং হয় ১,৬৭৭টি। এরমধ্যে নৌকা ১,২৯৫টি ও ট্রাক ৩৫৫টি ভোট পেয়েছে। বাকি ভোট অন্য প্রার্থীরা পান।

নিলুফার প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন।  

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত