Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

অলিম্পিকে অস্ট্রেলিয়ার ইতিহাস

অস্ট্রেলিয়ার প্রথম নারী হিসেবে পোল ভল্টে সোনা জিতেছেন নিনা কেনেডি। ছবি: টুইটার
অস্ট্রেলিয়ার প্রথম নারী হিসেবে পোল ভল্টে সোনা জিতেছেন নিনা কেনেডি। ছবি: টুইটার
[publishpress_authors_box]

প্যারিস অলিম্পিক শুরুর আগে অস্ট্রেলিয়া সম্ভাব্য পদক জয়ের একটা তালিকা করেছিল। ওই তালিকায় সোনা জয়ের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল ১৫টি। কোন কোন ইভেন্ট থেকে সর্বোচ্চ সাফল্য আসতে পারে, বিশ্লেষণ করে সংখ্যাটা করে করেছিল। অস্ট্রেলিয়ার অলিম্পিক দল নিজেরা যা ভাবেনি, সেটা করেই গড়ে ফেলেছে নতুন ইতিহাস।

নিজেদের প্রত্যাশা ছাপিয়ে প্যারিসে বিজয় কেতন ওড়াচ্ছে অস্ট্রেলিয়া। অলিম্পিকে ১৭ সোনা জয় এতদিন ছিল এক আসরে তাদের সর্বোচ্চ প্রাপ্তি। প্যারিস অলিম্পিকে এই সংখ্যা ছাড়িয়ে গেছে। ১৮টি সোনা জিতে নতুন ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া।

অলিম্পিক শেষ হতে আরও চার দিন বাকি। এরই মধ্যে ১৮টি সোনা জিতেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের টোকিও ও ২০০৪ সালে এথেন্সের ১৭ সোনা পেরিয়ে অলিম্পিকে নিজেদের সর্বোচ্চ সোনার পদক জয়ের রেকর্ড গড়েছে দেশটি।

আরও একটি নতুন ইতিহাসও লেখা হয়েছে মেয়েদের পোল ভল্টে। অস্ট্রেলিয়ার প্রথম নারী হিসেবে পোল্ট ভল্টে সোনা জিতেছেন নিনা কেনেডি। তার হাত ধরেই ১৮ নম্বর সোনা জিতেছে অস্ট্রেলিয়া।

মেয়েদের পোল ভল্টে ৪ দশমিক ৯০ মিটার উচ্চতা পেরিয়ে সোনা জিতেছেন এই অস্ট্রেলিয়ান। এর আগে ৪ দশমিক ৭০ মিটারে আটকে গিয়েছিলেন তিনি। তবে প্রথম চেষ্টাতেই পেরিয়ে যান ৪ দশমিক ৮০, ৪ দশমিক ৮৫ ও ৪ দশমিক ৯০ মিটার উচ্চতার বাধা।

৮ দশমিক ৯৫ মিটারের উচ্চতা অবশ্য পেরোতে পারেনি কেনেডি। তাতে কোনও ক্ষতি হয়নি। ৪ দশমিক ৯০ মিটার পেরিয়ে যাওয়ার সাফল্যই তাকে এনে দিয়েছেন সোনা।

এই ইভেন্টে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি মুন। তিনি পেরোতে পারেন ৪ দশমিক ৮৫ মিটার উচ্চতা। গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই মুনের সঙ্গেই সোনার পদক ভাগাভাগি করেছিলেন কেনেডি। তবে প্যারিস অলিম্পিকের পোল ভল্টে তার একক আধিপত্য। রুপা জিতেছেন কানাডার আলিশা নিউমান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত