বিপিএলে শেষেই বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে আসছে শ্রীলঙ্কা। এর আগে আফগানিস্তানের বিপক্ষে দারুণ ছন্দে শ্রীলঙ্কা। ১০ উইকেটে প্রথম টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রান পাহাড় গড়েছে কুশল মেন্ডিসের দল।
পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৮১ করেছে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ১৩৯ বলে ২০ বাউন্ডারি ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ২১০ রানে।
ওয়ানডে ইতিহাসে এর আগে ডাবল সেঞ্চুরি হয়েছিল ১১টি। রোহিত শর্মাই করেছেন এর ৩টি। সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটিও রোহিতের। তবে লঙ্কানরে মধ্যে ডাবল সেঞ্চুরি ছিল না কারও।
কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গার মত কিংবদন্তিরা যা পারেননি সেটাই করলেন নিশাঙ্কা। ২০০০ সালে ভারতের বিপক্ষে সনৎ জয়াসুরিয়ার ১৮৯ ছিল এতদিন লঙ্কানদের সেরা। তাকে আজ (শুক্রবার) পাল্লেকেলেতে পেছনে ফেললেন নিশাঙ্কা।
৫০তম ওয়ানডেতে এটা নিশাঙ্কার চতুর্থ সেঞ্চুরি। তার আগের সেরা ছিল ১৩৭।
৪৮ ওভার শেষে নিশাঙ্কার রান ছিল ১৮৭। গুলবাদিনের করা ৪৯তম ওভারের শেষ বলে ছক্কা মেরে পৌঁছান ১৯৬-এ।
ফরিদ আহমেদের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান নিশাঙ্কা। শেষ দুই বলেও মেরেছিলেন ছক্কা ও বাউন্ডারি।
এর আগে পুরো ওয়ানডে ক্যারিয়ারে কেবল ৯টি ছক্কা মেরেছিলেন নিশাঙ্কা। অথচ এই ইনিংসটা খেলার পথে ছক্কা মারলেন ৮টি!
এছাড়া অভিষকা ফার্নান্দো ৮৮ আর সাদিরা সামারাবিক্রমা খেলেন ৪৪ রানের ইনিংস। ৭৯ রান খরচে ২ উইকেট ফরিদ আহমেদের।