Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

নৃত্যাঞ্চল পদক পাচ্ছেন ধামাইল গানের কিংবদন্তি কুমকুম রাণী চন্দ

nittanchal-honor-2024
[publishpress_authors_box]

নাচের প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’- এর অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহাঙ্গীর এর জন্মদিন উপলক্ষে ঘোষিত হলো ‘নৃত্যাঞ্চল পদক ২০২৪’।

এ উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ আনন্দ আয়োজনের।

এ বছর নৃত্যাঞ্চল পদক পেতে যাচ্ছেন বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধামাইল গানের কিংবদন্তি ও সংগ্রাহক কুমকুম রাণী চন্দ। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য তিনদিন ব্যাপী লোকনৃত্য উৎসব-এ এই পদক দেওয়া হবে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীর নাম ঘোষণা করেন মুহাম্মদ জাহাঙ্গীরের সহধর্মিণী রেহানা আক্তার ঝর্ণা।

এর আগে, নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশ বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শামীম আরা নীপার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নৃত্যাঞ্চলের সকল কলাকুশলীরা মঞ্চে উঠে মুহাম্মদ জাহাঙ্গীরের নৃত্যাঞ্চল নিয়ে ভাবনা, তার পরিকল্পনাকে বাস্তবায়িত এবং নৃত্যাঞ্চলের সকল কর্ম ও সৃজনে তাকে স্মরণ করার দৃঢ় শপথ নেন।

এরপর মুহাম্মদ জাহাঙ্গীরের কর্মময় জীবনের উপর তথ্যচিত্র দেখান হয়। পরে তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন বড় ভাই অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রহিম, ঢাকা বিশ্ববিদ্যায়য়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, বরেণ্য নৃত্যশিল্পী কাজল ইব্রাহিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাসহ অনেক গুণগ্রাহী। এরপর ২০২২ সালের পদক প্রদান ও লোকনৃত্য উৎসবের কিছু অংশ দর্শকদের সামনে প্রদর্শন করা হয়।

মুহাম্মদ জাহাঙ্গীর স্বপ্ন দেখতেন ‘নৃত্যাঞ্চল’ এদেশের মৌলিক ও সক্রিয় ধারার নৃত্যগুলোকে এগিয়ে নিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় নৃত্যাঞ্চল প্রতি দু‘বছর অন্তর লোকনৃত্য উৎসবের আয়োজন করে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত