জাতীয় দলের সাবেক গোলরক্ষক নিজাম মজুমদারকে দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবলের বয়সভিত্তিক দলের গোলকিপিং কোচের দায়িত্ব। তিনি অনূর্ধ্ব-২০ ফুটবল দলের দুটো টুর্নামেন্টে কাজ করবেন।
খেলোয়াড়ী জীবনে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী- মোহামেডানের গোলপোস্ট সামলানোর অভিজ্ঞতা আছে নিজামের। খেলা শেষ করে কোচিং লাইনে হাত পাকানো সাবেক গোলরক্ষক কাজ করেছেন প্রিমিয়ার লিগের মোহামেডান, শেখ জামাল, আরামবাগের মতো দলে। এছাড়া বেশ কিছু ছোট দলে সফলভাবে কাজ করেছেন তিনি। গত মৌসুমে শেখ জামালের দায়িত্বে থাকা এই কোচ বলেছেন, “বাফুফে আজ (সোমবার) আমাকে দুটো বয়সভিত্তিক টুর্নামেন্টে গোলরক্ষক কোচ হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছে। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।” নিজাম কাজ করবেন মূলত ২ মাস। এর মধ্যে আগামী আগস্টে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল ও সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে তিনি বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন।