Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

অভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনায় মামলা নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকালে আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকালে আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনায় কোনও মামলা হবে না। আন্দোলনকারীদের গ্রেপ্তার বা হয়রানিও করা হবে না।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে।

“এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনও মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।”

এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে এ বিষয়ে অসত্য তথ্য দিয়ে কোনও সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত