Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

প্রস্তুতি না থাকায় পরীক্ষা পেছাতে স্কুলে বোমা হামলার হুমকি

দিল্লি পাবলিক স্কুল আরকে পুরামকেও বোমা হামলার হুমকি দেওয়া হয়।
দিল্লি পাবলিক স্কুল আরকে পুরামকেও বোমা হামলার হুমকি দেওয়া হয়।
[publishpress_authors_box]

পরীক্ষায় বসার মতো প্রস্তুতি নেই, এজন্য ই-মেইলে ভারতের দিল্লির একটি স্কুল কর্তৃপক্ষের কাছে বোমা হামলার হুমকি পাঠিয়েছে দুই ভাইবোন, যাতে স্কুলের পরীক্ষা পেছানো হয়।

কেবল ওই স্কুল নয়, দিল্লির আরও দুটি স্কুলও সম্প্রতি একই কারণে এমন হুমকিমূলক বার্তা পেয়েছে।

বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শেষে দিল্লি পুলিশের বিশেষ সেলের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, পরীক্ষা পেছানোর জন্য ওই দুই ভাইবোন মিলে বোমা হামলার হুমকি দেওয়ার ফন্দি আঁটে।

কোথা থেকে এমন চিন্তা মাথায় এল, কাউন্সেলিংয়ের সময় এ প্রশ্নের জবাবে স্কুল কর্তৃপক্ষকে তারা জানায়, গত কয়েক মাসে বেশ কয়েকটি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে। এতে স্কুলগুলো কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এসব ঘটনা তাদের অনুপ্রাণিত করেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাউন্সেলিংয়ের পর ওই দুই ভাইবোনকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এজন্য তাদের মা-বাবাকে সতর্ক করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দিল্লির রোহিনী ও পশ্চিম বিহার এলাকার দুটি স্কুলও সম্প্রতি তাদের শিক্ষার্থীদের কাছ থেকে হুমকিমূলক ই-মেইল পেয়েছে।

এ নিয়ে দিল্লি পুলিশের ভাষ্য, “প্রস্তুতি না থাকায় পরীক্ষা পেছাতে ওই দুই শিক্ষার্থী তাদের নিজ নিজ স্কুলে বোমা হামলা হবে জানিয়ে ই-মেইল করে।

“তারা দুজনই শিক্ষার্থী হওয়ায় বোঝানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের কোনও ধরনের শাস্তি দেয়নি স্কুল কর্তৃপক্ষ।”

বোমা হামলার হুমকি নেতিবাচক প্রভাব ফেলেছে শিক্ষার্থীদের পড়াশোনায়।

মূলত ডিসেম্বরের শুরু থেকে দিল্লির স্কুলগুলো ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি পাচ্ছে। এর আগে গত মে মাস থেকে ভারতের রাজধানী শহরের হাসপাতাল, বিমানবন্দর ও এয়ারলাইন কোম্পানি লক্ষ্য করে অর্ধশতাধিক হুমকিমূলক ই-মেইল পাঠানো হলেও স্কুলগুলোতে তেমন একটা হুমকি যায়নি।

তবে ডিসেম্বরে স্কুলগুলোতে এ ধরনের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

যেমন গত ৯ ডিসেম্বর একনাগাড়ে ৪৪টি স্কুলকে হুমকি দেওয়া হয়। এরপর ১৩ ডিসেম্বর ৩০টি ও পরদিন ৮টি স্কুল ই-মেইলের মাধ্যমে বোমার হামলার হুমকি পায়। 

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিল্লির কয়েকটি স্কুল বোমা হামলার হুমকির পাশাপাশি এক লাখ ডলার চেয়ে ই-মেইল পায়। বলা হয়েছিল, দাবি পূরণ না করলে ৭২ ঘণ্টার মধ্যে বোমার বিস্ফোরণ ঘটানো হবে।

তার আগের দিন সোমবার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি পাবলিক স্কুল আরকে পুরামসহ আনুমানিক ২০টি স্কুলকে একই ধরনের হুমকি দেওয়া হয়।

একের পর এক স্কুলে বোমা হামলার হুমকির ঘটনায় শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত