Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বেনজীর-মতিউরের বিষয় অনুসন্ধানে কোনও চাপ নেই : দুদক সচিব

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন
দুদক সচিব খোরশেদা ইয়াসমিন
[publishpress_authors_box]

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান করতে কোনও ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে না বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

তিনি বলেন, অন্যদের বিরুদ্ধে যে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকালে সকাল সন্ধ্যাকে দুদক সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, “পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে কোনও মহল থেকে কোনও ধরনের চাপ আসছে না। তাই অন্য যে কারও বিরুদ্ধে যে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদের ক্ষেত্রেও একভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী ও দুই কন্যার ব্যক্তিগত শুনানির নির্ধারিত দিন ছিল সোমবার। তবে তারা হাজির হননি। এই তারিখ বাড়ানোর বিষয়ে কোনও আবেদন পত্রও দেননি।

এবিষয়ে সচিব বলেন, “তারা একটি লিখিত বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। এই লিখিত বক্তব্যটি বেনজীর আহমেদের সঙ্গেই গত বৃহস্পতিবার আমাদের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করতে পারবেন।”

পরবর্তী আইনি কার্যক্রম কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত নেবে যে কী করা হবে।

“তাদের সুপারিশের উপর ভিত্তি করে এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে যে আইনি ব্যবস্থা নেওয়া হয় ঠিক একইভাবে এটিও হবে।”

মতিউর প্রসঙ্গ

এর আগে দুপুরে মতিউর রহমান প্রসঙ্গে দুদক সচিবের কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে সচিব বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দুদকে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে, যারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

এই অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মো. মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমান যেন দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে।”

কোনও চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুদক স্বাধীন প্রতিষ্ঠান, কোনো দিক থেকে চাপ আসছে না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত