সরকারের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে রয়েছে বিএনপি। এর অংশ হিসেবে দ্বাদশ ভোটেও অংশ নিচ্ছে না। নিজেরা তো ভোট বর্জন করছেই, সাধারণ মানুষকেও সেই আহ্বান জানাচ্ছে।
পাশাপাশি ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) থেকে ভোটের পরদিন সোমবার (৯ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালেরও ডাক দিয়েছে দলটি।
এদিন ভোটকেন্দ্রে না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে ছুটির আমেজে খিচুড়ি-মাংস খেয়ে দিন কাটাতেও পরামর্শ দেওয়া হয়েছে।
জনগণকে ভোটকেন্দ্র বিমুখ করতে এতদিন লিফলেট বিতরণ, পোস্টারিং সহ নানা কর্মসূচি পালন করছিল দলটি। নির্বাচন বর্জনের পর ভোটারদের নিরুৎসাহিত করার বিষয়টিই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সকাল সন্ধ্যাকে বলেন, “নির্বাচন ঠেকানোর কোনও আন্দোলন বিএনপি করছে না। বিএনপি চায় জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে। জনগণ যদি ভোট দিতে না যায়, তাহলেই আমরা জয় লাভ করব।
“দেশের মানুষকে বলব, আপনারা ৭ তারিখ সারাদিন পরিবারকে সময় দিন।”
একই ধরনের কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তিনি বলেন, “প্রতিদিন যানজট ঠেলে ঘরে ফিরে কেউ আর ভালো মন নিয়ে পরিবারকে সময় দিতে পারে না। তাই বলব আগামীকাল সারাদিন পরিবারের সঙ্গে সময় দিন। সন্তানদের সময় দিন, প্রতিবেশীদের সময় দিন।”
বিএনপির আন্দোলনে নীরবে শামিল হয়ে দেশ রক্ষা করতেও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ভোট বর্জনের এই কর্মসূচিতে বিএনপি দেশের মানুষকে পাশে চায়, জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “ভোটের দিন আমি বলব ঘরে বসে পরিবারের সঙ্গে খিচুড়ি-মাংস খান। সরকারের সকল ষড়যন্ত্র শান্তিপূর্ণভাবে খিচুড়ি খাওয়ার মাধ্যমে বানচাল করে দিন।”
বিশ্বব্যাপী এই নির্বাচন প্রত্যাখ্যাত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, “বিবিসি, আল জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্টসহ বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে শেখ হাসিনার একনায়কতন্ত্র-রাজতন্ত্রে আরোহনের প্রহসন বলে আখ্যায়িত করেছে “
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নৌকায় সিল সমন্বলিত ব্যালট পেপারের ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এসব ছবিই প্রমাণ করে কি ধরনের নির্বাচনী তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে।”
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। এর মধ্যে কয়েক দফায় হরতাল ও অবরোধ পালন করা হয়েছে। লিফলেট বিতরণ ও গণসংযোগসহ অসহযোগের ডাকও দেওয়া হয়েছে।
ধরপাকড়ের ভয়ে কর্মসূচির পক্ষে অনেকটা ঝটিকা মিছিল করতে দেখা গেছে বিএনপির নেতা-কর্মীদের। এমনকি প্রতিদিন দলের আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয় অজ্ঞাত স্থান থেকে, রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনও করেন ভার্চুয়ালি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ।