২০০৮ থেকে ২০১৬-টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। তার অবসরের পর গত অলিম্পিকে মর্যাদার দুই ইভেন্ট পায় দুই চ্যাম্পিয়ন। ১০০ মিটার জিতেন ইতালির মার্সেল জ্যাকবস আর ২০০ মিটার কানাডার আন্দ্রে ডি গ্রাসে।
এবার ১০০ মিটার ফটো ফিনিশে জিতেছেন জিতেছেন যুক্তরাষ্ট্রের নোহা লাইলস। ২০০ মিটারের ফাইনালেও পৌঁছেছেন তিনি। আজ বাংলাদেশ সময় রাত ১২-৩০ মিনিটে ফাইনাল জিতলে বোল্টের পর প্রথম অ্যাথলেট হিসেবে ১০০ ও ২০০ মিটার জিতবেন তিনি।
বোল্টের পর প্রথম অ্যাথলেট হিসেবে গত বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০০, ২০০ মিটারের পাশাপাশি ৪ গুণিতক ১০০ মিটার রিলের সোনাও জিতেছিলেন লাইলস। এবার অলিম্পিকে বোল্টের আরেকটি কীর্তিতে ভাগ বসানোর হাতছানি ২৭ বছরের এই অ্যাথলেটের।
সেমিফাইনালে অবশ্য সেরা টাইমিং করতে পারেননি লাইলস। নিজের হিটে দ্বিতীয় হয়েছিলেন ২০.০৮ সেকেন্ড টাইমিংয়ে। হিটে বৎসোয়ানার লেটসিল টেবোগোর ১৯.৯৬ সেকেন্ড টাইমিং ছিল সেরা।
গতবারের সোনা জয়ী কানাডার আন্দ্রে ডি গ্রাসে ২০.৪১ সেকেন্ড সময় নিয়ে পৌঁছতে পারেননি ফাইনালে।
আজ সোনার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের রয়েছেন সর্বোচ্চ তিনজন আর জিম্বাবুয়ের দুজন। তবে ফেবারিট হয়েই নামবেন লাইলস। এই ইভেন্টে বোল্টের অলিম্পিক রেকর্ড ১৯.৩০ সেকেন্ড আর লাইলসের সেরা টাইমিং ১৯.৩১ সেকেন্ড।
এই মৌসুমেও ১৯.৫৩ সেকেন্ডের সেরা টাইমিংটাও লাইলসের। সেমিফাইনালে না হলেও ফাইনালের জন্য হয়ত সেরাটা তুলে রেখেছেন তিনি।