Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ভাসানচরে দগ্ধ ৭ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর

ss-vasanchor-24-02-24
[publishpress_authors_box]

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী শিশুসহ দগ্ধ হয়েছেন মোট ৯ রোহিঙ্গা।

শনিবার সকালে ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এর ৮১ নং ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, দগ্ধ ৯ রোহিঙ্গার মধ্যে ৫ জন শিশু, ২ জন নারী ও ২ জন পুরুষ। তাদের মধ্যে ৫ শিশুসহ মোট ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ৫ শিশুর প্রত্যেকে ৫০ ভাগের ওপরে দগ্ধ হয়েছে।

ভাসানচর থানার এস আই নূর হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ৮১ নং ক্লাস্টারে রুম-ই-৬ এর বারান্দায় সফি আলম নামে এক বাসিন্দা এনজিওর দেওয়া গ্যাস সিলিন্ডার জমা দেওয়ার আগে মুখ খুলে দেখছিলেন। মুহূর্তের মধ্যে সিলিন্ডারে থাকা গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়ে।

এ সময় পাশের ঘরে এক নারী চুলায় ভাত রান্না করছিলেন। বাতাসে গ্যাস জলন্ত চুলার সংষ্পর্শে গেলে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, শিশুসহ ৯ জন আহত হয়।

ভাসানচরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইএনএইচসিআর) কার্যালয়ের তথ্য অনুযায়ী আহতরা হলেন, আমেনা খাতুন (২৪), সফি আলম (১২), মো. রবিউল (৫), মো. সোহেল (৫), মো. রাসেল (৩), মোবাশ্বেরা (৩), বশির উল্লা (১৫), রশমিদা (৩) ও জোবায়দা (১১)।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে এস আই নূর হোসেন জানান, “তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত