Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আজিজ-বেনজীর আওয়ামী লীগের কেউ না : কাদের

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের। ছবি : বাসস
তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের। ছবি : বাসস
[publishpress_authors_box]

বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ নিজেদের যোগ্যতাবলেই পুলিশ ও সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এরা আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র‌্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি।

মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “বেনজীর ও আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে এলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা। চোরের রাজা, চোরের মহারাজা সবাই বিএনপির।”

আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র‌্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি উল্লেখ করে তিনি বলেন, “আট জনকে পাশ কাটিয়ে নয় নম্বর ব্যক্তি মঈন উদ্দিনকে সেনা প্রধান বানিয়েছিলেন খালেদা জিয়া।”

সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি; সেই প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই উল্লেখ করে তিনি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়িতে বসে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গ টানেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আমাদের দলের নেতৃত্বে কোনও দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসেন।”

সরকারের এই মন্ত্রী বলেন, “১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো উন্নয়ন। যার কোনও তুলনা নেই। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন।”

এসময় দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার ওপর জোর দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “কষ্টে থাকলে জানাবেন, অপকর্ম করবেন না। আমাদের নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়েবেশি ক্ষতি হবে।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত