Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নুরের অভিযোগ, তাজুলের প্রতিবাদ

নুরুল হক নুর।
নুরুল হক নুর।
[publishpress_authors_box]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে ‘বিতর্কিত ব্যক্তি’ আখ্যায়িত করে তার পদত্যাগ চেয়েছেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক নুর।

তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে এক বিক্ষোভ মিছিল নিয়ে বৃহস্পতিবার বিকালে ট্রাইব্যুনালের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন নুর।

এদিকে নুরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাজুলের দপ্তর থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে, আমরা এটা সবাই জানি।”

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তাজুলের সভা করার তথ্য প্রমাণ রয়েছে দাবি করে তিনি বলেন, “আপাত দৃষ্টিতে মনে হয়েছে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে টাকা-পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন।”

গণঅধিকার পরিষদের বিরুদ্ধে আদালতে রিট আবেদনে তাজুলের উস্কানি রয়েছে বলেও অভিযোগ করেন নুর।

“তাদের (গণঅধিকার পরিষদে পদ না পাওয়া) দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণঅধিকার পরিষদের মতো গণঅভ্যুত্থান, গণআন্দোলনের অংশীদারকে বিতর্কিত করছেন।”

তাজুল ইসলাম।

অন্তর্বর্তী সরকার যখন জুলাইয়ের আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নিয়েছে, তখন প্রধান প্রসিকিউটর তাজুলের ভূমিকা এই আদালতকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন নুর।

তিনি বলেন, “যিনি কয়েক পয়সার লোভে, কয়েক লাখ টাকার লোভে এভাবে তার নীতিনৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে এসব মামলায় যাদের ফাঁসি দেওয়া হবে, যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে, গণহত্যাকারী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে… আমাদের শঙ্কা তিনি তাদের সঙ্গে আপস করে এই গণঅভ্যুত্থানের ফলাফলকে ভেস্তে দেবেন, এই আদালতকে তিনি বিতর্কিত করবেন।”

তাই তাজুলকে প্রধান প্রসিকিউটরের পদ থেকে তাজুলকে সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি।

এদিকে নুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নুরুল হক নুর এবং তার দলীয় কর্মীদের এহেন বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে। তার এই হটকারী কার্যক্রম জুলাই-আগস্ট গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাদাগ্রস্ত করার শামিল। তার এ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।”

নুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেছেন। তা না হলে নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত