Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনার মধ্যে নূর হোসেনকে স্মরণ

নূর হোসেন দিবসে রবিবার ঢাকার গুলিস্তানে নূর হোসেন স্মৃতিস্তম্ভের সামনে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল। ছবি : সকাল সন্ধ্যা
নূর হোসেন দিবসে রবিবার ঢাকার গুলিস্তানে নূর হোসেন স্মৃতিস্তম্ভের সামনে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ভিন্ন এক আবহে পালিত হচ্ছে নূর হোসেন দিবস, এরশাদবিরোধী আন্দোলনে যার আত্মদান দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা হয়ে আছে।

যে দল করতেন নূর হোসেন, সেই আওয়ামী লীগের কর্মসূচি ডাকার পর উত্তেজনা চলছে ঢাকার গুলিস্তানের নূর হোসেন চত্বর ঘিরে।

তার মধ্যেই রবিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আওয়ামী লীগের কাউকে না দেখা গেলেও ওই এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

সকাল থেকে নূর হোসেন চত্বরে যে সব সংগঠন শ্রদ্ধা জানিয়েছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ঐক্য ফোরাম, নাগরিক ঐক্য, গণতান্ত্রিক ছাত্র জোট।

রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাসদ (মার্কসবাদী), জাতীয় গণফ্রন্ট, নাগরিক ঐক্য, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

সকাল ৮টার দিকে নূর হোসেনের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শাহবাগ থানা যুবদলের নেতাদের স্লোগান দিতে দেখা যায়।

গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি অন্য দিনের চেয়ে বেশি।

এইচ এম এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ চলাকালে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ লিখে রাজপথে নেমে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী নূর হোসেন।

দেড় দশক ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এখন ছন্নছাড়া অবস্থায় রয়েছে আওয়ামী লীগ।

এরমধ্যে রবিবার নূর হোসেন দিবসে দলটি কর্মসূচি ঘোষণার পর দেখা দেয় উত্তেজনা

‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগকে কোনও কর্মসূচি পালন করতে সরকার দেবে না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্যদিকে আওয়ামী লীগকে ঠেকাতে দুপুর ১২টায় নূর হোসেন চত্বরে সমাবেশ ডেকেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচিতে যোগ দিতে শিক্ষার্থীসহ সবাইকে আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত