Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
দাবা অলিম্পিয়াড

নারী গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন নোশিন

দাবাড়ু নোশিন আঞ্জুম।
দাবাড়ু নোশিন আঞ্জুম।
[publishpress_authors_box]

 প্রথম রাউন্ডে জয় পেলেও হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ৪৫তম দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছে পুরুষ ও নারী দল। যদিও ফিদে মাস্টার নোশিন আঞ্জুম নারী গ্র্যান্ড মাস্টার বুলমাগা ইরিনাকে রুখে দিয়ে চমক দেখিয়েছেন।

উন্মুক্ত বিভাগে পুরুষ দল ৩.৫-০.৫ ব্যবধানে শক্তিশালী ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১৫ বছর বয়সী ফিদে মাস্টার বান গিয়া হুইয়ের সঙ্গে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার লি কুয়াং লিয়েমের কাছে হেরেছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড়কে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার লি তুয়ান মিন এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন হেরেছেন গ্র্যান্ডমাস্টার ট্রান তুয়ান মিনের কাছে।

মেয়েদের বিভাগে বাংলাদেশ ৩-১ ম্যাচ পয়েন্টে  হেরেছে রোমানিয়া দলের কাছে। ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ওয়াদিফা আহমেদ তাদের বোর্ডের খেলায় ড্র করেছেন। নোশিন গ্র্যান্ড মাস্টার বুলমাগা ইরিনার সঙ্গে এবং ওয়াদিফা আন্তর্জাতিক মাস্টার সিয়ালাসু অ্যালেসিয়া-মিনহায়েলার সঙ্গে ড্র করেছেন।

ফিদে মাস্টার ওয়ালিজা আহমেদকে হারান গ্র্যান্ডমাস্টার কারমেন ভোউসু-জোগোজিনস্কি এবং নুসরাত জাহান আলো হেরেছেন আন্তর্জাতিক মাস্টার মিরুনা-দারিয়া লেহানির কাছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত