Beta
সোমবার, ৪ মার্চ, ২০২৪

গোল পাননি সাবিনা, জেতেনি কিকস্টার্ট এফসি

কিকস্টার্ট এফসির জার্সিতে সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত।

জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল সাবিনা খাতুনের দল কিকস্টার্ট এফসির। কিন্তু বুধবার ভারতীয় নারী ফুটবল লিগে কিকস্টার্ট ক্লাব গোলশূন্য ড্র করেছে উড়িষ্যা এফসির সঙ্গে।

বেঙ্গালুরু স্টেডিয়ামের ম্যাচে এ দিন শুরু থেকেই একাদশে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা। এই মৌসুমের ফুটবল লিগে যোগ দিতে গত  ১৬ জানুয়ারি ভারত গেছেন এই স্ট্রাইকার। কিন্তু ভ্রমণক্লান্তির কারণে কোচ গোয়ায় অনুষ্ঠিত ১৭ জানুয়ারির ম্যাচে মাঠে নামাননি সাবিনাকে। সেদিন কিকস্টার্ট এফসির প্রতিপক্ষ ছিল সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি।

আজ (বুধবার) প্রথম মাঠে নামেন তিনি। খেলেছেন ১০ নম্বর জার্সিতে। কিন্তু সাবিনাও গোল পাননি, জেতা হয়নি কিকস্টার্ট ক্লাবের।

এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল সাবিনার ক্লাব কিকস্টার্ট এফসি। জিতলে শীর্ষে থাকা উড়িষ্যাকে টপকে উঠে যেত সবার ওপরে। কিন্তু ড্র করে পয়েন্ট ভাগাভাগি করায় দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো হেরফের হয়নি।

৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কিকস্টার্ট ক্লাব। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো উড়িষ্যা এফসি।

আগামী ২৯ জানুয়ারি কিকস্টার্ট এফসির পরের ম্যাচের প্রতিপক্ষ হোপস এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু স্টেডিয়ামে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত

Add New Playlist