Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
প্যারিস অলিম্পিক

অলিম্পিক উদ্বাস্তুদেরও

Paris Olympic_31
[publishpress_authors_box]

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ দেশের জাতীয় পতাকার পেছনে গর্বের সঙ্গেই মার্চ পাস্ট করবেন খেলোয়াড়েরা। কিন্তু অনেকে অলিম্পিক গেমসে অংশ নিলেও থাকছে না তাদের জাতীয়তা আর নিজস্ব পরিচয়। উদ্বাস্তু হিসেবে পতাকা ছাড়াই নামবেন খেলতে। সোনা জিতলেও হয়তো বাজবে না কোনও জাতীয় সঙ্গীত।  

২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথমবার অংশ নিয়েছিলেন উদ্বাস্তু খেলোয়াড়েরা। ১০ জন খেলোয়াড় উদ্বাস্তু হিসাবে অংশ নিয়েছিলেন। এ বারে ৩৭ জন খেলোয়াড় অংশ নেবেন সাঁতার, কুস্তির মতো বিভিন্ন খেলায়।

রিও এবং টোকিয়ো অলিম্পিকের পর প্যারিসেও থাকছে উদ্বাস্তু দল। ৩৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের গেমসে। ১২টি বিভিন্ন খেলায় নামবেন দেশহীন এই খেলোয়াড়েরা।

উদ্বাস্তু দলের পতাকাবাহক সিন্ডি গাম্বা। তাঁর জন্ম হয়েছিল ক্যামেরুনে। কিন্তু এখন তিনি উদ্বাস্তু। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বাস্তু দলের হয়ে পতাকা বইবেন তিনি। গাম্বা বলেন, “আমরা সব উদ্বাস্তু একটাই দল। আমরা খেলোয়াড়। সেই সঙ্গে আমরা যোদ্ধা। আমরা সকলে ক্ষুধার্ত খেলোয়াড়। সকলে একটা পরিবার। আমাদের উদ্বাস্তু হিসাবে দেখা হয়। কিন্তু আমরা খেলোয়াড়। অন্য দেশের খেলোয়াড়দের মতো আমরাও জিততে এসেছি। পদক জয়ের খিদে আমাদেরও রয়েছে।”

এ বারের অলিম্পিক গেমসে রয়েছে ব্রেকিং। সেই খেলায় অংশ নেবেন মানিঝা তালাস। ২১ বছরের তরুণী রাস্তায় এক জনকে নাচতে দেখে অনুপ্রাণিত হন। তাঁর জন্ম কাবুলে। কিন্তু ২০২১ সাল থেকে আফগানিস্তানের শাসক তালিবান। সে দেশে তাঁর পক্ষে থাকা অসম্ভব হয়ে ওঠে। তিনি স্পেনে চলে যান উদ্বাস্তু হিসাবে।

উদ্বাস্তু হিসাবে তায়কোয়ান্দো খেলবেন ফারজাদ মানসৌরি। তিনি ব্রেকিংকে দেখেন যন্ত্রণা থেকে দূরে থাকার অস্ত্র হিসাবে। টোকিওতেও খেলেছিলেন মানসৌরি। তখন তিনি আফগানিস্তানের হয়ে খেলেছিলেন। তালিবানরা ক্ষমতা নেওয়ার পর তিনি চলে যান ব্রিটেনে। এবার উদ্বাস্তু হিসাবে খেলতে নামবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত