সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে।
বুধবার আইনজীবী সাজ্জাদ হোসেন ও রওশন আলীর পাঠানো নোটিসে দুদককে ৭ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে উল্লেখ করা হয়।
নোটিসে বলা হয়েছে, কেবল ভাড়া নয়, সরকারি বাড়িতে থাকাকালে সাবেক বিচারপতি মানিক গ্যাস ও পানির বিলও দেননি। বাড়িভাড়াসহ এসব বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা।
এ নিয়ে পত্রিকায় সম্প্রতি প্রতিবেদনও প্রকাশ হয়। তারই আলোকে দুদককে নোটিস পাঠানো হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে ঢাকার গুলশানে সরকারি বাড়িতে ওঠেন মানিক। অবসরের পর ২০১৬ সালে বাড়িটি তার ছেড়ে দেওয়ার কথা ছিল।
কিন্তু বাড়িটি সে সময় না ছেড়ে আরও দুই বছর থাকবেন জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন মানিক। আবাসন পরিদপ্তর তখন তাকে ছয় মাস থাকার অনুমতি দিলেও তিনি এক বছরের বেশি সময় ওই বাড়িতে থাকেন।
সে সময় বাড়িভাড়া থেকে শুরু করে গ্যাস, পানির বিল কোনো কিছুই পরিশোধ করেননি সাবেক বিচারপতি মানিক। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিলে একপর্যায়ে ২০১৭ সালের মে মাসে বাড়িটির দখল ছাড়েন তিনি।