২০০৬ সালে নোভাক জোকোভিচ ছিলেন ১৯ বছরের তরুণ। নেদারল্যান্ডসের আমর্সফোর্টে সেবার অলিম্পিক চ্যাম্পিয়ন নিকোলাস মাসাউয়কে হারিয়ে জিতেন ক্যারিয়ারের প্রথম এটিপি শিরোপা। একহাতে ফুল আরেক হাতে রুপালি রঙের আইপড নিয়ে তোলা ছবিটা যত্নেই রেখে দিয়েছেন জোকোভিচ।
নেদারল্যান্ডসে যাকে হারিয়েছিলেন সেই নিকোলাস এখন কোচ আরেক টেনিস খেলোয়াড় হাবার্ট হারকাজের। কাকতালীয়ভাবে হারকাজকে জেনেভা ওপেনের ফাইনালে ৫-৭, ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে আরেক মাইলফলকে পা রাখলেন জোকোভিচ। তৃতীয় খেলোয়াড় হিসেবে জিতলেন ১০০তম এটিপি একক শিরোপা।
সবচেয়ে বেশি ১০৯টি এটিপি একক শিরোপা জিতেছেন জিমি কনোর্স। দ্বিতীয় সর্বোচ্চ ১০৩টি শিরোপা রজার ফেদেরারের। জেনেভায় তৃতীয় খেলোয়াড় হিসেবে জোকোভিচ শততম শিরোপা জয়ের পর বললেন, ‘‘এখানে ১০০তম শিরোপা জেতাটা অসাধারণ। এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। হারকাজ পুরো ম্যাচেই জেতার মতো অবস্থায় ছিল। জানি না, কীভাবে সার্ভিস ব্রেক করলাম আমি।’’
ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ ৩৮২ জয় তার। জিতেছেন রেকর্ড ৪০টি এটিপি মাস্টার্স। এখন শুধু বাকি জিমি কনোর্সের ১০৯ শিরোপার রেকর্ড ভাঙা। পারবেন তো ৩৮ বছরের জোকোভিচ?