নোভাক জোকোভিচের ভক্ত লুকা নার্দি। ৮ বছর বয়সেই এই ইতালিান তরুণের ঘরের দেয়ালে আছে জোকোভিচের বড় পোস্টার। সেই নার্দি কিনা ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে হারিয়ে দিলেন জোকোভিচকে!
৬-৪, ৩-৬, ৬-৩ গেমে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচকে হারানোটা বিশ্বাসই হচ্ছে না নার্দির। হবে কীভাবে? তার তো খেলারই কথা ছিল না যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে। তমাস মার্তিন ইচেভেরির চোটে সুযোগ পান কপাল গুণে।
র্যাংকিংয়ে জোকোভিচ যেখানে ১ নম্বরে, সেখানে ২০ বছর বয়সী নার্দি আছেন ১২৩-এ। পরের রাউন্ডে নার্দি খেলবেন যুক্তরাষ্ট্রের টমি পলের বিপক্ষে।
স্মরণীয় এই জয়ের পর নার্দি বললেন, ‘‘এটা অলৌকিক। আমার বয়স ২০, বিশ্বের সেরা ১০০ নম্বর খেলোয়াড়ও নই। আর আমিই কিনা হারালাম নোভাককে। পাগলামি, পুরোই পাগলামি।’’
সর্বশেষ ২০১৮ সালে নার্দির চেয়ে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা খেলোয়াড়ের কাছে হেরেছিলেন জোকোভিচ। সেবার ক্লে কোর্টে র্যাংকিংয়ে ১৪০-এ থাকা মার্টিন ক্লিজান হারিয়েছিলেন তাকে।