Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এবার মোবাইল ইন্টারনেটে ফেইসবুক, টেলিগ্রাম বন্ধ

SS-mobile-internet-conectivity-bd-280724
[publishpress_authors_box]

দেশে মোবাইল ইন্টারনেট সংযোগে আবারও ফেইসবুক ও টেলিগ্রাম বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে রাশিয়াভিত্তিক বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামও।

মোবাইল ডেটায় ফেইসবুক ব্যবহার বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মাসের মাঝে জোরাল হয়। এই আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়ালে গত ১৭ জুলাই মধ্যরাত থেকে ৩১ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ রাখা হয়েছিল। ৩১ জুলাই দুপুর ৩টার পর থেকে সেগেুলো চালু হয়।

গত ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটিও বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু হয়। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত