নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী ও রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীনের পদত্যাগের দাবিতে ‘স্টেপ ডাউন ভিসি’ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নোবিপ্রবি ব্যানারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে এ কর্মসূচি শুরু করে। দুপুর থেকে তারা ভিসির বাসভবনের সামনে ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে দমাতে সম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা কর্মকাণ্ড ও বিগত সময়ে ঘটে আসা নানা অনাচারের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ। সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। যার কারণে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রার এবং তাদের অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।
ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা গত ১২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’সহ নানা কর্মসূচি পালন করে আসছে।