Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

একদিনে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৭৯ বিলিয়ন ডলার

NVIDIA
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বড় কোম্পানিগুলোর একটি যুক্তরাষ্ট্রের এনভিডিয়ার শেয়ারদরে ব্যাপক পতন ঘটেছে।

মঙ্গলবার একদিনেই সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানিটির শেয়ারের দাম ৯.৫ শতাংশ কমে যায়। এতে একদিনে কোম্পানিটির বাজারমূল্য কমেছে ২৭৯ বিলিয়ন ডলার, যা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের চেয়েও বেশি। ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৪৬.৭ বিলিয়ন ডলার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও কোম্পানির একদিনে এত বেশি বাজার মূলধন হারানোর ঘটনা এটাই প্রথম।

এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বিনিয়োগকারীদের হতাশার প্রকাশ ঘটিয়েছে। এ থেকে আরও ইঙ্গিত মেলে যে বিনিয়োগকারীরা উদীয়মান এআই প্রযুক্তির বিষয়ে আরও সতর্ক হয়ে উঠছে। অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিই এ বছর স্টক মার্কেটকে ব্যাপকভাবে চাঙা করে তুলেছিল।

মঙ্গলবার পিএইচএলএক্স চিপ সূচকে পতন ঘটেছে ৭.৭৫ শতাংশ, যা ২০২০ সাল থেকে একদিনে সবচেয়ে বড় পতন।

এনভিডিয়া গত বুধবার তাদের ব্যবসার একটি ত্রৈমাসিক পূর্বাভাস দেয়। তা বিনিয়োগকারীদের উচ্চ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়।

সোমবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ছুটির দিন ছিল। সরকারি ছুটির পর মঙ্গলবার বাজার খুললে পতন ঘটে। এই পতনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এনভিডিয়ার।

শেয়ারদরের এই ব্যাপক পতনের কারণে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির তালিকায়ও এনভিডিয়া পিছিয়ে পড়েছে। এনভিডিয়ার মোট বাজার মূল্য প্রায় ২.৬৪৯ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে।

কয়েকদিন আগে পর্যন্তও অ্যাপল ও মাইক্রোসফটের সঙ্গে এনভিডিয়াও ৩ ট্রিলিয়নের কোম্পানির তালিকায় ছিল। বর্তমানে অ্যাপল ৩.৩৮৭ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে প্রথম এবং মাইক্রোসফট ৩.০৪৩ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

স্ট্র্যাটেগাস সিকিউরিটিজের একজন ইটিএফ কৌশলবিদ টড সোহন বলেন, “গত ১২ মাসে প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে যে হঠাৎ করেই এই খাতের বাণিজ্যে ধস নামল।”

চিপ তৈরিকারী ইনটেলের শেয়ারদরও প্রায় ৯ শতাংশ কমে গেছে। এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, অপ্রয়োজনীয় ব্যবসা বন্ধ করতে এবং মূলধনী ব্যয় পুনর্গঠন করার জন্য ইনটেলের সিইও প্যাট গেলসিঞ্জার এবং মূল নির্বাহীরা কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন। তার জেরেই এই দরপতন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশাল বিনিয়োগ থেকে ধীরগতির মুনাফা হওয়ার উদ্বেগ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াল স্ট্রিটের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোকে কুপোকাত করেছে। মাইক্রোসফট ও অ্যালফাবেটের মতো কোম্পানিও লোকসানে পড়েছে।

ব্ল্যাকরকের কৌশলবিদ মঙ্গলবার এক ক্লায়েন্ট নোটে লিখেছেন, “কিছু সাম্প্রতিক গবেষণায় প্রশ্ন তোলা হয়েছে, শুধু এআই থেকে মুনাফা শেষ পর্যন্ত এটিতে মূলধন বিনিয়োগের এই ঢেউকে ন্যায্যতা দেবে কি না। সেখানে বিনিয়োগকারীদের তাদের ব্যালেন্স শিট এবং মূলধনের সর্বোত্তম ব্যবহারের জন্য আরও সর্তক হওয়ার পরামর্শও দেওয়া হয়।”

মঙ্গলবার চিপ নির্মাতাদের বাজারদরে পতন ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন নিয়ে আসে। নাসডাকের শেয়ারদরে পতন ঘটেছে ৩.৩ শতাংশ। এসঅ্যান্ডটি ৫০০ হারিয়েছে ২.১ শতাংশ মূল্য।

এআই কম্পিউটিংয়ের বুম থেকে উপকৃত হওয়া আরেকটি চিপমেকার ব্রডকম বৃহস্পতিবার তার ত্রৈমাসিক প্রতিবেদনের আগে শেয়ারদরের ৬.২ শতাংশ হারিয়েছে।

উৎপাদন কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো এবং চাকরির বাজারে মন্দার মতো পূর্বাভাসের কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ায় পুঁজিবাজারে এই দরপতন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত