পাকিস্তানের বিদায় একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। কাগজে-কলমে যা একটু সম্ভাবনা ছিল তাদের। তবে ভারতের সম্ভাবনা ছিল সেমিফাইনালে খেলার। সেজন্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জয় ছিল তাদের প্রার্থনায়। কিন্তু কোনও সমীকরণই মিলল না। পাকিস্তান হেরে যাওয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।
সোমবার (১৪ অক্টোবর) পাকিস্তানকে বিধ্বস্ত করে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ৮ বছর পর কুড়ি ওভারের বিশ্বকাপের শেষ চারে জায়গা পেয়েছে কিউইরা। তাদের ৫৪ রানের জয়ে পাকিস্তানের বিদায় তো বটেই, ভারতও ছিটকে গেছে প্রতিযোগিতাটি থেকে।
দুবাইয়ের ম্যাচের আগে সমীকরণ ছিল এমন- পাকিস্তান বিশাল ব্যবধানে জিতে নেট রানরেটে এগিয়ে গেলে সেমিফাইনালে উঠবে। যেটা আসলে ছিল প্রায় অসম্ভব। বরং পাকিস্তানের ‘কাঁধে’ ভর দিয়ে ভারতের সম্ভাবনা ছিল দারুণ। কারণ নিউজিল্যান্ডকে পাকিস্তান হারাতে পারলেই শেষ চার নিশ্চিত করবে ভারত। অন্যদিকে কিউইরা পাকিস্তানকে হারালে খেলবে সেমিফাইনাল।
Joy in the New Zealand camp as they make the Women's #T20WorldCup semi-finals for the first time since 2016 👏#WhateverItTakes pic.twitter.com/2Ppq8kycXt
— ICC (@ICC) October 14, 2024
অত হিসাবে যায়নি নিউজিল্যান্ডের মেয়েরা। দুবাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে পেয়েছে সেমিফাইনালের টিকিট। নির্ধারিত ২০ ওভারে তাদের ৬ উইকেটে করা ১১০ রানের জবাবে পাকিস্তান ১১.৪ ওভারে অলআউট হয় মাত্র ৫৬ রানে।
পাকিস্তানের মাত্র দুই ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। ওপেনার মুনিবা আলী করেন ১৫ রান। আর দলীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে। নিউজিল্যান্ডের আমেলিয়া কের ২.৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এডেন কার্সন ৩ ওভারে মাত্র ৭ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে এই স্পিনারের হাতেই।
৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ নিউজিল্যান্ড। অন্যদিকে ৪ ম্যাচের সবক’টি জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া।