Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ওবায়দুল কাদেরের ‘পালিতপুত্র’ কারাগারে

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

জুলাই আগস্টের আন্দোলন চলার সময়ে পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের `পালিতপুত্র’ হিসেবে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. হানিফ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানার বৌদ্ধ মন্দিরের সামনে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া। ওইদিন সকাল ১১টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন। ওই মামলার আসামীদেরই একজন হিরু।

নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিতপুত্র’ হিসেবে পরিচয় দেন হিরু। ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় থেকে অর্থ লোপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত