Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
[publishpress_authors_box]

স্বাস্থ্য পরীক্ষার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেছেন।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন।

এর আগে ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে চিকিৎসার সময় তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের ১৫ মে তিনি দেশে ফেরেন।

এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট নিয়ে তিনি আবারও ভর্তি হন বিএসএমএমইউতে। তখন তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত