উপজেলা পরিষদ নির্বাচনের দুই দিন আগে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। দুই উপজেলায় প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)।
প্রত্যাহার হওয়া দুই ওসি হলেন, আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম।
আগামী ২৯ মে এই দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে দুই থানায় কর্মরত পরিদর্শককে (তদন্ত) আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২৭ মে ইসি থেকে এই নির্দেশনা আসে। চিঠিতে পুলিশের এই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, “কোন প্রেক্ষিতে দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে তা চিঠিতে কিছু লেখা ছিল না। তাই এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারব না।”
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)কে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।