কোটা সংস্কারের আন্দোলনে ব্যাপক সংঘাত-সহিংসতার পর ঢাকার আটটি থানার ওসিকে পরিবর্তন করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এই ওসিদের বদলির আদেশ হয়।
বদলি করা হয়েছে ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া, দারুস সালাম থানার ওসি সিদ্দিকুর রহমান, কাফরুল থানার ওসি ফারুকুল আলম, তুরাগ থানার ওসি শেখ সাদিক, খিলক্ষেত থানার ওসি হুমায়ন কবির, দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার এবং কামরাঙ্গীরচর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়েরকে।
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে নজিরবিহীন সহিংসতার পর এই পরিবর্তন আনা হলেও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এটা নিয়মিত বদলির অংশ।
সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে গত এক সপ্তাহ উত্তপ্ত ছিল গোটা দেশ। ১৭ জুলাইয়ের পর থেকে সংঘাতে তিন পুলিশ সদস্যসহ দেড় শতাধিক ব্যক্তি নিহত হয়। নিহতের অধিকাংশ ঘটনাই ঘটে ঢাকায়।
বিজিবি নামিয়েও পরিস্থিতি সামাল দিতে না পারার পর কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসে।