Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভোটে হেরে পদত্যাগ ওড়িশার মুখ্যমন্ত্রীর

বুধবার সকালে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
বুধবার সকালে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
[publishpress_authors_box]

ভারতের লোকসভা নির্বাচনে রাজ্যে একটি আসনেও জয় পায়নি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি)। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি।

লোকসভা ও বিধানসভা পরিষদে জনরায় মেনে নিয়ে তাই পদত্যাগ করেছেন নবীন পট্টনায়ক।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল বলছে, ওড়িশার ২১টি লোকসভা আসনের মধ্যে সব কটি আসনেই এবার পরাজিত হয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) এক সময়ের শরিক দল বিজেডি।

ওড়িশার ২১টির মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। বাকি আসনটি গেছে কংগ্রেসের ঘরে।

গত মাসে ওড়িশার বিধানসভা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা হারায় দলটি।

১৪৭টি আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। বিজেডি ৫১টি ও কংগ্রেস ১৪টি আসনে জয় পায়।

অর্থাৎ বিরোধীদের সঙ্গে জোট বাঁধলেও ওড়িশায় সরকার গড়তে পারবে না বিজেডি।

মঙ্গলবার লোকসভার সব আসনে হারের খবর পেয়ে পরদিন সকালেই ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী নবীন।

বিজেপি ওড়িশায় শিগগিরই সরকার গড়তে যাচ্ছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

তার আগ পর্যন্ত সরকার চালিয়ে নিতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে বলেছেন রাজ্যপাল।

ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ছয় সপ্তাহে সাত দফায় ভোটগ্রহণের পর মঙ্গলবার একযোগে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলে দেখা যায়, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এরপরেই আছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। লোকসভার ৩৭টি আসনে জয় পেয়েছে দলটি।

টানা তৃতীয় মেয়াদে ভারত শাসন করতে যাচ্ছে বিজেপি। যদিও আগের দুবারের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অন্য দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হবে তাদের।

গত এক দশকে এই প্রথম বিজেপিকে সরকার গঠনে তাদের জোট এনডিএর শরিকদের ওপর নির্ভর করতে হবে। কেন্দ্রে সরকার গড়তে দরকার ২৭২টি আসন। সেখানে বিজেপির ৩২টি আসনে টান পড়েছে।

এর আগে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যথাক্রমে ২৮২ ও ৩০৩টি আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করেছিল বিজেপি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত