কোটা সংস্কার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে জারি করা কারফিউ শিথিল থাকায় রবি, সোম ও মঙ্গলবার অফিস টাইম বাড়ানো হয়েছে দুই ঘণ্টা। আগামী তিন দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা চলবে সরকারি ও বেসরকারি অফিস।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক সাদী জানিয়েছেন, রবি, সোম ও মঙ্গলবার অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এর আগে বুধ ও বৃহস্পতিবার অফিস কার্যক্রম চলে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় শতাধিক প্রাণহানির পর গত ১৯ জুলাই সান্ধ্য আইন জারির পাশাপাশি সেনা মোতায়েন করে সরকার। এরপর রবি, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সাপ্তাহিক ও সাধারণ ছুটি মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর গত ২৪ জুলাই বুধবার খুলে দেওয়া হয় অফিস। দুই দিন অফিস চলে চার ঘণ্টা করে। ধারাবাহিকভাবে এখন কারফিউ শিথিলের সময় বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে অফিস কার্যক্রমের সময়ও।
রবিবার রাজধানীতে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
বর্তমানে দিনের বেশিরভাগ সময়ই কারফিউ না থাকায় জনজীবন ফিরছে স্বাভাবিক চিত্রে। রাস্তায় বেড়েছে গণপরিবহন। বিজিবির নিরাপত্তার মধ্য দিয়ে তেলবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীবাহী ট্রেন চলাচল এখনও বন্ধ।
রাস্তায় রাস্তায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও কমেছে, সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু তল্লাশি চৌকি।