কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পর ১০ দিন বাদে সরকারি-বেসরকারি অফিস স্বাভাবিক সময়ে ফিরতে যাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, বুধবার থেকে সব অফিস আগের নিয়মে চলবে।
অর্থাৎ সকাল ৯টায় অফিস খুলে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলবে।
মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক সকাল সন্ধ্যাকে এই খবরটি নিশ্চিত করেছেন।
সরকারি অফিস সময় অনুসরণ করেই সুপ্রিম কোর্ট প্রশাসন আদালতের এবং বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যসময় ঠিক করে থাকে।
অফিস সময় স্বাভাবিক হলেও কারফিউ এখনও চলছে। মঙ্গলবারও কারফিউ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা শিথিল ছিল।
কারফিউ শিথিল অবস্থায় জনজীবন অনেকটা স্বাভাবিক হলেও অফিস সময় স্বাভাবিক হলে কারফিউ চলবে কি না, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও ঘোষণা এখনও আসেনি।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাপক সহিংসতায় গড়িয়ে শতাধিক মানুষ নিহত হওয়ার পর গত ১৯ জুলাই কারফিউ জারি করে সারাদেশে সেনা মোতায়েন করে সরকার।
এরপর এরপর ২১ থেকে ২৩ জুলাই সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। ফলে ওই সময়ে কোনও অফিস, আদালত, ব্যাংক খোলেনি।
দিনে কারফিউ শিথিল করে ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা অফিস কার্যক্রম চলছিল।
২৭ জুলাই থেকে কারফিউ শিথিলের সময় বাড়ার পাশাপাশি অফিসও ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলছিল। বুধবার থেকে স্বাভাবিক সময়ে ফিরছে অফিসগুলো।