ইংলিশ ক্রিকেটে শেষ হয়েছে জেমস অ্যান্ডারসন যুগে। ফাস্ট বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া অ্যান্ডারসন লর্ডস টেস্টে অবসর নিলেও দলের সঙ্গে আছেন তিনি। এই কিংবদন্তিকে পেসারদের মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টের আগে কাজও শুরু করেছেন অ্যান্ডারসন। তাকে পেয়ে উচ্ছ্বাস জানিয়েছিলেন অধিনায়ক বেন স্টোকস।
ইংলিশ পেসাররা অবশ্য এখনও নিজেদের মেলে ধরার সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ডকে। বাজবল ক্রিকেট খেলা ইংল্যান্ড শুরু থেকে ছিল আক্রমণাত্মক। ওভার প্রতি প্রায় ৫ রান রেটে ৫২ ওভারে ৪ উইকেটে ২৫৫ করেছে তারা।
অলি পোপ ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে ব্যাট করছিলেন ১৫৮ বলে ১১ বাউন্ডারি ১ ছক্কায় ১১৩ রানে। বেন ডাকেট টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৫৯ বলে আউট হন ৭১ রানে। জো রুট ১৪ আর হ্যারি ব্রুক ফিরেন ৩৬ রানে। পোপের সঙ্গে ১৩ রানে ব্যাট করছিলেন অধিনায়ক বেন স্টোকস।
আলজারি জোসেফ ও শামার জোসেফ নিয়েছেন ১টি করে উইকেট।