Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

জ্বলে ওঠার অপেক্ষায় অলিম্পিকের মশাল

শুক্রবার প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। ছবি: সংগৃহীত।
শুক্রবার প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

অলিম্পিককে বলা হয় ‘দি গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

জ্বলে ওঠার অপেক্ষায় অলিম্পিকের মশাল। সীন নদীর তীরে ভালোবাসা ও প্রেমের শহর প্যারিসে মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায় অলিম্পিকের এবারের আসর। শিল্প-সাহিত্য আর ঐতিহ্যে ফ্রান্স আর প্যারিসের মতো মুগ্ধতা ছড়াতে পেরেছে বিশ্বের খুব কম শহর।

শুক্রবার উদ্বোধন অনুষ্ঠান হলেও এরই মধ্যে মাঠে গড়িয়েছে ফুটবল, রাগবি, হ্যান্ডবল।  

এবারের প্যারিস অলিম্পিকে বাংলাদেশের অভিযান শুরু হবে বৃহস্পতিবার আর্চারি দিয়ে। রিকার্ভ ইভেন্টে অংশ নেবেন সাগর ইসলাম।

এক নজরে বাংলাদেশের সূচী

জেনে নেওয়া যাক অলিম্পিকে বাংলাদেশের খেলা কবে ও কখন

আর্চারি

২৫ জুলাই : সাগর ইসলাম রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু করবেন। সকাল ৯:৩০ মিনিট থেকে ৪:৪৫ মিনিট।

সাগর ইসলাম সরাসরি খেলছেন অলিম্পকে। ছবি: সংগৃহীত।

ভেন্যু: ইনভেলিদেস

শুটিং

২৮ জুলাই :

রবিউল ইসলাম

১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন। সকাল ৯ :১৫ -১২:৩০ ।

ভেন্যু: ছাতেইরক্স শুটিং সেন্টার

সাঁতার

৩০ জুলাই :

সামিউল ইসলাম রাফি

১০০ মিটার ফ্রি স্টাইল বাছাই।  সকাল ১১- ১ টা

ভেন্যু: প্যারিস লা ডিফেন্সে এরিনা

সোনিয়া খাতুন

 ৩ আগস্ট :

৫০ মিটার ফ্রি স্টাইল বাছাই।  সকাল ১১- ১ টা

ভেন্যু: প্যারিস লা ডিফেন্সে এরিনা

অ্যাথলেটিকস

৪ আগস্ট :

ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্ট বাছাই

বিকাল ৬:৩০-১০:৩০

ভেন্যু: এস্তাদো  দা ফ্রান্স

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত